🖱️ ধাপ ১: Google Play Store ওপেন করুন।
📱 ধাপ ২: সার্চ করুন- "etendermitra"
✅ধাপ ৩: Install করুন।
✅ ধাপ ৪: রেজিস্টার করুন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনএকক স্থানে সমস্ত টেন্ডার সম্পর্কিত তথ্য এবং সহায়িকা
🖱️ ধাপ ১: Google Play Store ওপেন করুন।
📱 ধাপ ২: সার্চ করুন- "etendermitra"
✅ধাপ ৩: Install করুন।
✅ ধাপ ৪: রেজিস্টার করুন।
ভিডিও টিউটোরিয়াল দেখুন🖱️ ধাপ ১: রেজিস্টার বাটনে ক্লিক করুন
📱 ধাপ ২: মোবাইল নাম্বার দিন
🔐 ধাপ ৩: ওটিপি (OTP) যাচাই করুন
✅ ধাপ ৪: লগইন সম্পন্ন ওটিপি সঠিক হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে পোর্টালে লগইন হয়ে যাবেন। এরপর আপনি আপনার প্রোফাইল পূরণ করতে পারেন এবং পোর্টালের সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনশুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের টেন্ডার দেখতে আমাদের ওয়েবসাইট বা অ্যাপের ফিল্টার অপশনে গিয়ে "স্টেট" অপশনে "পশ্চিমবঙ্গ" সিলেক্ট করুন। এভাবে আপনি রাজ্য সরকারের সমস্ত টেন্ডার আলাদাভাবে দেখতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনটেন্ডার তালিকা থেকে আপনার পছন্দের টেন্ডারে ক্লিক করলে সম্পূর্ণ বিবরণ দেখতে পাবেন। ডকুমেন্ট ডাউনলোড করতে টেন্ডার ডিটেলস পেজে "ডকুমেন্টস" সেকশনে গিয়ে সংশ্লিষ্ট ফাইলের উপর ক্লিক করুন। PDF, DOC বা অন্য ফরম্যাটের ডকুমেন্ট আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
ভিডিও টিউটোরিয়াল দেখুননির্দিষ্ট জেলার টেন্ডার দেখতে ফিল্টার অপশনে গিয়ে "জেলা" সিলেক্ট করুন। তারপর আপনার পছন্দের জেলা যেমন: "বীরভূম" "কলকাতা", "বর্ধমান", "মেদিনীপুর" ইত্যাদি সিলেক্ট করুন। সংশ্লিষ্ট জেলার সমস্ত টেন্ডার তালিকাভুক্ত হবে।
ভিডিও টিউটোরিয়াল দেখুনআপনার ব্লকের টেন্ডার দেখতে ফিল্টার অপশনে প্রথমে আপনার জেলা সিলেক্ট করুন তারপর কিওয়ার্ড অপশেনে আপনার ব্লকের নাম দিয়ে সার্চ করুন , এবং সেভ ফিল্টার করে নিন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনআপনার গ্রাম পঞ্চায়েতের টেন্ডার দেখতে ফিল্টার অপশনে প্রথমে আপনার জেলা সিলেক্ট করুন তারপর কিওয়ার্ড অপশেনে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে সার্চ করুন , এবং সেভ ফিল্টার করে নিন। আপনি চাইলে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার পিন নং দিয়ে টেন্ডার দেখতে পারেন । আপনি আরো চাইলে প্রথমে জেলা ব্লক সিলেক্ট করে তারপর পঞ্চায়েত খুঁজে নিতে পারেন। এভাবে শুধুমাত্র আপনার পঞ্চায়েতের টেন্ডার দেখতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুননিজের ব্লক, পঞ্চায়েত বা জেলাভিত্তিক টেন্ডার এক ক্লিকে খুঁজে নিন। সরাসরি আপনার লোকেশন দিয়ে সার্চ করে কাজ খুঁজে নিতে পারেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনটেন্ডার খুঁজতে কিওয়ার্ড ব্যবহার করা খুবই সহজ। আমাদের ওয়েবসাইট https://etendermitra.in বা অ্যাপের সার্চ বারে আপনার কাঙ্খিত টেন্ডারের সাথে সম্পর্কিত কিওয়ার্ড লিখুন। যেমন: District, Pin Code, Location, Department,Road, Bridge, Building, Tubewell, Submersible, Light,Electrical, ইত্যাদি। সার্চ রেজাল্টে সংশ্লিষ্ট সমস্ত টেন্ডার দেখতে পাবেন। 🎯 টিপস: কমন শব্দ ব্যবহার করুন (যেমন: road, school, supply, repair) বানানে ভুল না হয়, খেয়াল রাখুন যদি কাজ না দেখায়, কিওয়ার্ড পরিবর্তন করে চেষ্টা করুন।
ভিডিও টিউটোরিয়াল দেখুননির্দিষ্ট ডিপার্টমেন্টের টেন্ডার দেখতে ফিল্টার অপশনে "ডিপার্টমেন্ট" সিলেক্ট করুন। তারপর আপনার পছন্দের ডিপার্টমেন্ট যেমন: "পঞ্চায়েত", "HEALTH", "PHED", "PWD" "ZILLA PARISHAD" ইত্যাদি সিলেক্ট করুন। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সমস্ত টেন্ডার দেখতে পাবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনপিন কোড দিয়ে টেন্ডার সার্চ করতে সার্চ বারে "পিন কোড:" লিখে আপনার এলাকার পিন কোড এন্ট্রি করুন। অথবা ফিল্টার অপশনে "পিন কোড" সিলেক্ট করে আপনার পিন কোড ইনপুট দিন। সংশ্লিষ্ট পিন কোড এরিয়ার সমস্ত টেন্ডার দেখতে পাবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনবাজেট রেঞ্জ অনুযায়ী টেন্ডার ফিল্টার করতে ফিল্টার অপশনে "বাজেট রেঞ্জ" সিলেক্ট করুন। তারপর নূন্যতম এবং সর্বোচ্চ বাজেট এন্ট্রি করুন। আপনি চাইলে প্রি-ডিফাইন্ড রেঞ্জ যেমন: "1-5 লাখ", "5-10 লাখ" ইত্যাদিও সিলেক্ট করতে পারেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুননির্দিষ্ট ট্রেডের টেন্ডার দেখতে ফিল্টার অপশনে "কিওয়ার্ড" সিলেক্ট করুন। তারপর আপনার পছন্দের ট্রেড যেমন: শুধু রাস্তা, বিল্ডিং, কালভার্ট, বাউন্ডারি ওয়াল, নলকূপ ইত্যাদি কাজ আলাদা করে দেখতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনএকসাথে জেলা + ডিপার্টমেন্ট +পিনকোড + কাজের ধরন + বাজেট = কাস্টমাইজড রেজাল্ট।
ভিডিও টিউটোরিয়াল দেখুনটেন্ডার ডকুমেন্টে NIT (Notice Inviting Tender) হলো টেন্ডার নোটিফিকেশন যাতে টেন্ডারের সাধারণ তথ্য, শেষ তারিখ, যোগ্যতা ইত্যাদি থাকে। Schedule বা স্পেসিফিকেশন ডকুমেন্টে টেন্ডারের বিস্তারিত কাজের বিবরণ, টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে।
ভিডিও টিউটোরিয়াল দেখুনটেন্ডার সার্চ করার পর সেভ ফিলটার অপশন এ ফিল্টার এর নাম দিয়ে সেভ করুন।
ভিডিও টিউটোরিয়াল দেখুনসমস্ত টেন্ডার সম্পর্কিত তথ্য পেতে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বা ডাউনলোড করুন মোবাইল অ্যাপ্লিকেশন